ভৌত বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


1) হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে কিসের পরিমাণ করা হয়?
A) বায়ুতে জলীয় বাষ্পের পরিমান
B) বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনত্ব
C) বায়ুর আয়তন
D) জলের আপেক্ষিক তাপ

2) জল হল একটি
A) পদার্থ
B) স্কেলার রাশি
C) ভৌত রাশি
D) কোনোটিই নয়

3) আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদ তত্ত্ব প্রকাশ করেন
A) 1906 সালে
B) 1905 সালে
C) 1920 সালে
D) 1921 সালে

4) বৃত্তপথে আবর্তনরত যে কোন বস্তুর উপর সবসময় বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে
A) অপকেন্দ্র বল
B) অভিকেন্দ্র বল
C) কার্যহীন বল
D) কোনোটিই নয়

5) ঘর্ষণের পরিমান হ্রাস করার উপযুক্ত উপায় কোনটি?
A) বল ও রোলার বিয়ারিং
B) লুব্রিকেটিং তেল
C) পালিশ করা
D) ওপরের সবগুলি

6) ভিজে অবস্থায় একটি সাদা কাপড় ও একটি কালো কাপড় শুকোতে দিলে কোনটি আগে শুকাবে?
A) কালো কাপড়
B) সাদা কাপড়
C) দুটি একইসঙ্গে
D) কোনোটিই সঠিক নয়

7) নিজের অক্ষের চারদিকে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে, কোথায় অভিকর্ষজ ত্বরণের মান অপরিবর্তিত থাকবে?
A) নিরক্ষীয় অঞ্চলে
B) 45° অক্ষাংশে
C) 60° অক্ষাংশে
D) মেরুতে

8) বায়ুমণ্ডল না থাকলে মেঘ মুক্ত আকাশ কে কেমন দেখাতো?
A) কালো
B) নীল
C) লাল
D) বেগুনি

9) জলাধারে বাঁধ তৈরির সময় ওপর থেকে নীচের দিকে অধিকতর চওড়া করা হয়, কারণ—
A) জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে
B) জলের গভীরতা বাড়লে ঘনত্ব বাড়ে
C) জলের তলায় জল বেশি থাকে
D) ওপরের কোনোটিই নয়

10) কোনো পদার্থের বাষ্প গ্যাসের মত আচরণ করে—
A) সংকট তাপমাত্রায়
B) সংকট তাপমাত্রার উপরে
C) ঠিক 100° তাপমাত্রায়
D) -273 তাপমাত্রায়

11) তরলের স্ফুটনাঙ্কের সময় তরলপৃষ্ঠের বায়ুর চাপ কার সমান
A) বাষ্প চাপের
B) পারদ স্তম্ভের চাপের
C) বায়ুমণ্ডলীয় চাপের
D) লীন তাপের

12) সূর্য ও অন্যান্য নক্ষত্রের শক্তির উৎস হল—
A) নিউক্লিয় বিভাজন বা ফিশান
B) নিউক্লিয় সংযোজন বা ফিউশান
C) তড়িৎ বিশ্লেষণ
D) আলোর প্রতিফলন

13) কত ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার—
A) 1 ডিগ্রি সেন্টিগ্রেট
B) 4 ডিগ্রি সেন্টিগ্রেড
C) 2 ডিগ্রি সেন্টিগ্রেড
D) 6 ডিগ্রী সেন্টিগ্রেট

14) যে সব পদার্থের মধ্য দিয়ে আধান (অথবা ইলেকট্রন) চলাচল করতে পারে না, তাদের বলে—
A) অন্তরক
B) পরিবাহী
C) সুপরিবাহী
D) কোনোটিই নয়

15) ঘন্টা সাধারণত ধাতুর হলেই শ্রেয় কারণ
A) ধাতুর স্থিতিস্থাপকতা বেশি
B) ধাতুর পরিবহন ক্ষমতা বেশি
C) ধাতুর শব্দ বিকিরণ করার ক্ষমতা কম
D) ধাতু কঠিন মৌল হয়

16) কোন্‌টি চৌম্বক বলরেখার ধর্ম নয় বলো—
A) দুটি বলরেখা কখনই পরস্পরকে ছেদ করে না
B) বলরেখাগুলি দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে এসে পড়ে
C) বলরেখাগুলির ঘন সন্নিবিষ্টতার ওপর প্রাবল্য নির্ভর করে
D) এটা অনেকটা টান করা স্থিতিস্থাপক সূতার ন্যায় আচরণ করে

17) জেটের কার্যনীতি হল
A) ভরের সংরক্ষণ সূত্র
B) শক্তি সংরক্ষণ সূত্র
C) রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র
D) কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র

18) পৃথিবীর ভর স্থির রেখে ব্যাসার্ধ 1% কমালে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ
A) কমবে
B) একই থাকবে
C) বাড়বে
D) কোনো কিছুই ঘটবে না

19) সমুদ্রতলে-এর মান সবনিম্ন হবে
A) নিরক্ষরেখায়
B) 45° অক্ষাংশে
C) 60° অক্ষাংশে
D) মেরুতে

20) একটি লেকের তলা থেকে একটি বায়ু বুদবুদ ওপরের দিকে উঠলে তার ব্যাসার্ধ
A) বাড়বে
B) কমবে
C) একই থাকবে
D) ক্রমশ শূন্য হবে